26.9 C
New York
Tuesday, August 3, 2021

নিয়ম ভেঙে নিষিদ্ধ তিন শ্রীলঙ্কান ক্রিকেটার

এই তিন ক্রিকেটার নিয়ম ভেঙে বাইরে ঘোরাঘুরি করেছেন। টুইটারে সেটির ভিডিও দেখে ক্ষুব্ধ হয়েই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাঁদের দেশে ফেরত পাঠানো হবে শিগগিরই।

এসএলসির সচিব মোহন ডি সিলভা জানিয়েছেন, শ্রীলঙ্কান ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি কুশল মেন্ডিস, দানুষ্কা গুনাতিলকা ও নিরোশান ডিকভেলাকে জৈব সুরক্ষাবলয় ভাঙার জন্য নিষিদ্ধ করেছে। তাঁদের শিগগিরই শ্রীলঙ্কায় ডেকে পাঠানো হবে।

এর আগে অবশ্য আরেকটা দুঃসংবাদ শুনতে হয়েছে শ্রীলঙ্কান দলকে। চোটে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আভিস্কা ফার্নান্ডো। ঊরু ও মাংসপেশিতে চোট পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ইংল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি খেলেছেন আভিস্কা ।

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে করোনা হানা দিয়েছে এরই মধ্যে। ম্যাচ রেফারি ফিল হুইটিকেস করোনা পজিটিভ। এ ঘটনার পর তাঁর সংস্পর্শে আসা অন্য অফিশিয়াল ও স্টাফদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

আগামীকাল শুরু হবে এ দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১ ও ৪ জুলাই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

%d bloggers like this: