26.9 C
New York
Tuesday, August 3, 2021

সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারল ইংল্যান্ড

ম্যাচটা তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারত। গতকাল ৮৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। আর ১৮ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলার পর তো ইনিংস ব্যবধানে হারার শঙ্কাও জেগেছিল। মার্ক উড ও ওলি স্টোন মিলে ৪৪ রানের জুটি না গড়লে কালই হয়তো ম্যাচ শেষ হয়ে যেত। পরে ৯ উইকেটে ১২২ রান তুলে দিন শেষ করেছিল স্বাগতিক দল।

৩৭ রানের লিড যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চিন্তা করেছিল ইংল্যান্ড। কিন্তু দিনের প্রথম বলেই সব শেষ। ট্রেন্ট বোল্টের বলে গতকাল এক প্রান্ত ধরে রাখা স্টোন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন। ৩৮ রানের লক্ষ্য পেল নিউজিল্যান্ড। এত ছোট লক্ষ্য পেরোতেও কষ্ট হয়েছে সফরকারীদের। ফর্মে থাকা ডেভন কনওয়েকে (৩) দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। একটু পর স্টোনের বলে আউট উইল ইয়ং (8)। টম ল্যাথাম (২৩ *) ও রস টেলর (০ *) মিলে প্রথম ঘণ্টাতেই ম্যাচ শেষ করে দিয়েছেন।

দুই ইনিংস মিলিয়ে বোল্ট ও ম্যাট হেনরি ৬ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টপ অর্ডারের তিনজনকেই আউট করায় ম্যাচ সেরা হয়েছে হেনরি।

সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল দুই দলের মধ্যে। দ্বিতীয় টেস্টে হেরে যাওয়ায় ঘরের মাঠে সিরিজ না হারার রেকর্ডটা ১৪-তেই আটকা পড়ল ইংল্যান্ডের। ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ডকে হারাতে পেরেছিল শ্রীলঙ্কা। ২০১৪ সালের সে সিরিজও দুই ম্যাচের ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

%d bloggers like this: